দেশের কোণায় কোণায় মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা থেকে মুখ্যমন্ত্রীরা
দেশের বিভিন্ন কোণায় রয়েছে মন্দির। সেসব মন্দিরে হাজির হয়ে সেখানকার বিজেপি নেতারা পুজো দিলেন বৃহস্পতিবার। পুজো দিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
দেশের বিভিন্ন কোণায় মন্দির রয়েছে। সেখানে বৃহস্পতিবার সকাল থেকেই হাজির হলেন স্থানীয় নেতারা। পুজো দিলেন মন্দিরে। পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।
বিজেপি নেতা-মন্ত্রী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই পুজো দেওয়ার কারণ ছিল। তাঁরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা ও দীর্ঘজীবন চেয়ে পুজো দেন। শিবরাজ সিং চৌহান মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে পুজো দেন। প্রার্থনা করেন প্রধানমন্ত্রীর জন্য।
প্রসঙ্গত গত বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী কনভয় একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট আটকে থাকে। প্রধানমন্ত্রীকে ঠায় অপেক্ষা করতে হয় গাড়িতে বসে।
এক জায়গায় এভাবে ঠায় প্রধানমন্ত্রীর অপেক্ষা করা তাঁর সুরক্ষার ক্ষেত্রে একটা বড় ধাক্কা বলে মেনে নিচ্ছেন প্রায় সকলেই। যা নিয়ে পঞ্জাবের কংগ্রেস সরকারকে কোণঠাসাও করতে ছাড়েননি বিজেপি নেতা মন্ত্রীরা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলার মেহের কালীবাড়িতে গিয়ে পুজো দেন। মাকালীর কাছে পুজো দেওয়ার পাশাপাশি তিনি শিবলিঙ্গের অভিষেকও করেন।
দিল্লিতেও মন্দিরে পুজো দেন বিজেপি নেতারা। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে দেশের বিভিন্ন কোণায় এদিন মিছিলও বার করা হয়।
বিজেপি যে প্রধানমন্ত্রীর সুরক্ষা ভঙ্গের এই ঘটনাকে ঘুরে দাঁড়ানোয় কাজে লাগাবে তা পরিস্কার হয়ে গেছে। এই ঘটনাকে সামনে রেখে বিজেপির দেশজুড়ে একগুচ্ছ কর্মসূচি সেই ইঙ্গিতই বহন করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা