মহারাজকে বাংলা থেকে সংসদে পাঠাচ্ছে বিজেপি
সামনেই সংসদের উচ্চকক্ষের নির্বাচন। সেখানে প্রার্থী দেওয়ার তোরজোড় শুরু হয়ে গেছে। বাংলা থেকে মহারাজকে প্রার্থী করছে বিজেপি।
সামনেই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের সাফল্য তারিয়ে উপভোগের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব ব্যস্ত এই নির্বাচন নিয়েও। আগামী ২৪ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এটা ঠিক যে এই নির্বাচনে সরাসরি সাধারণ মানুষের কোনও ভূমিকা নেই। সবটাই দলগুলির অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তবে তারজন্য দলগুলির নেতৃত্ব এখন চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন।
এরমধ্যেই বিজেপি পশ্চিমবঙ্গ থেকে তাদের প্রার্থী কে হবেন তা জানিয়ে দিল। এ রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন অনন্ত মহারাজ।
রাজবংশী এই নেতার সঙ্গে এরমধ্যেই দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিজেপির এই সাংসদের সঙ্গে কথা হয় অনন্ত মহারাজের।
অনন্ত মহারাজ রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে পেরে খুশি। তিনি বৃহস্পতিবারই নিজের মনোনয়ন পেশ করবেন। রাজবংশী নেতা অনন্ত মহারাজের গ্রেটার কোচ পিপলস অ্যাসোসিয়েশন-এর নেতা হিসাবেও পরিচিতি রয়েছে।
যেহেতু সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূলের ৬ জন প্রার্থী এবং বিজেপির ১ জন প্রার্থীর রাজ্যসভায় যাওয়া পাকা তাই অনন্ত মহারাজ যে রাজ্যসভায় যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। একমাত্র যদিনা তৃণমূল আবার কোনও সপ্তম প্রার্থীকে দাঁড় করায়।
তৃণমূল আগেই তাদের ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে। যার মধ্যে ৩ জনকে তারা ফের রাজ্যসভার সাংসদ করে পাঠাতে চলেছে। এঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দু শেখর রায়। অন্য ৩ জন নতুন মুখ।
এঁরা হলেন সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে। সাকেত গোখলে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র। তিনি গুজরাট থেকেই যাবতীয় কাজ চালান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা