দেশের প্রতিটি গ্রামের মাটি সংগ্রহ করার নির্দেশ দিল বিজেপি
দেশের প্রতিটি গ্রামের মাটি চাই। এজন্য দলের সর্বস্তরের নেতাদের নির্দেশ পাঠাল বিজেপি। তাঁদেরই নিশ্চিত করতে হবে এই মাটি সংগ্রহ।
দেশের প্রতিটি গ্রাম থেকে মাটি সংগ্রহ করতে হবে। প্রতিটি গ্রামের জন্য থাকবে একটি করে পাত্র। যার নাম দেওয়া হয়েছে অমৃত বাটিকা। তাতেই ভরতে হবে সেই গ্রামের মাটি। সেই মাটি সংগ্রহ করে তা পাঠাতে হবে দিল্লিতে। দেশের যে প্রান্তের গ্রামই হোক না কেন, সেখানকার মাটি সংগ্রহ করতে হবে বিজেপি নেতাদের।
মাটি সংগ্রহের যাবতীয় উদ্যোগও নেতাদেরই নিতে হবে। এজন্য সাংসদ থেকে বিধায়ক, পুরপিতা থেকে গ্রাম প্রধান কেউ বাদ যাবেননা। সকলকে তাঁদের নিজস্ব এলাকায় ঘুরে প্রতি গ্রামে পৌঁছে মাটি সংগ্রহ করতে হবে।
দেশের সব গ্রামের মাটি সংগ্রহ করার এই কাজ ৩ দিন ধরে চলবে। এই সংগ্রহ অভিযান ও তা দিল্লি নিয়ে আসা অনুষ্ঠিত হবে অমৃত কলস যাত্রা-র মধ্যে দিয়ে।
এই অমৃত কলস যাত্রায় দেশের সব গ্রামের মাটি দিল্লির ওয়ার মেমোরিয়ালে হাজির করা হবে। ৭৭ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই নয়া উদ্যোগ নিয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচারকে সামনে রেখেই গ্রাম থেকে মাটি আনার এই উদ্যোগ। যা শুরু হবে আগামী ২৭ অগাস্ট।
বিজেপির তরফ থেকে দলের সর্বস্তরের নেতাদের বলা হয়েছে সর্বোচ্চ যতগুলি গ্রামে পৌঁছনো সম্ভব সব গ্রামেই পৌঁছে মাটি সংগ্রহ করতে হবে। বিশেষ করে সেই গ্রামগুলিতে যার সঙ্গে কোনও স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি জড়িয়ে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা