National

পূবালী হাওয়ায় গেরুয়া রং, খুশি আছড়ে পড়ল দিল্লি, কলকাতায়

ত্রিপুরায় প্রথমবারের জন্য ক্ষমতায় আসার আনন্দে আত্মহারা বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বেলা যত গড়িয়েছে ততই গেরুয়া আবিরে ঢাকা পড়েছে আগরতলার রাজপথ। ঢাকঢোল বাজিয়ে, প্রধানমন্ত্রীর কাটআউট নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। মিষ্টিমুখ করেছেন। ত্রিপুরায় এমন অসামান্য জয়কে সেখানকার বিজেপি কর্মী সমর্থকরাই শুধু তারিয়ে উপভোগ করেননি। উপভোগ করেছে একেবারে দিল্লির বিজেপি সদর দফতরও। সেখানে এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে ঘিরে ধরে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির আর পুষ্পবৃষ্টিতে ভরিয়ে দেন তাঁরা। ত্রিপুরা ছাড়াও অন্য দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে বিজেপি ভাল ফল করেছে। নাগাল্যান্ডে তারাই এনডিপিপির সঙ্গে জোট সরকার হিসাবে ক্ষমতায় আসতে চলেছে।

উত্তরপূর্বের এই সাফল্যে উদ্বেল বঙ্গ বিজেপিও। এদিন কলকাতায় বিজেপির রাজ্য দফতরে গেরুয়া আবিরে চলল হোলি খেলা। ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি এই ছবি কিছুদিন বাদে পশ্চিমবঙ্গেও দেখা যাবে। উত্তরপূর্বের ভাল ফলে খুশি বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতার দলীয় সদর দফতরে বাজনা বাজিয়ে নেচে আনন্দে মেতে ওঠেন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button