সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের চাপ বাড়িয়ে বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। মঙ্গলবারই তাঁকে মুকুল রায়ের সঙ্গে দেখা গিয়েছিল। তারপরই জল্পনা তুঙ্গে ওঠে। আর সেই জল্পনা সঠিক প্রমাণিত করে বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন যুব নেতা হিসাবে পরিচিত সৌমিত্র খান। তার আগে তিনি বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গেও দেখা করেন। গত মঙ্গলবার ফেসবুকে তিনি দাবি করেন যে তাঁকে এক সরকারি আধিকারিক খুন করার চেষ্টা করছেন। এমন এক ভয়ংকর অভিযোগে দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়।
২০১৪ সালে বিষ্ণুপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন সৌমিত্র খান। ডাকসাইটে যুব নেতা হিসাবে তাঁর পরিচিতি আছে। এদিকে এদিন যেভাবে তিনি আচমকা বিজেপিতে যোগ দিলেন তাতে তৃণমূলের এটা বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তৃণমূলের চিন্তার ভাঁজ পুরু করে এভাবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির দল ভাঙাতে পারা অন্যদিকে রাজ্যে বিজেপির মনোবল কিছুটা বাড়াতে পারে বলেই মনে করছেন তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)