এ বছর ব্রিটেনের সেরা সুন্দরী নির্বাচিত হলেন ভাষা মুখোপাধ্যায়। শেষ পর্যায়ে ১২ জন সুন্দরীর মধ্যে থেকে নিজেকে সেরা প্রমাণ করতে সক্ষম হন তিনি। ভাষা বলিষ্ঠ কণ্ঠে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে জানান, অনেকেই মনে করছেন সুন্দরী প্রতিযোগিতায় যাঁরা আসেন তাঁদের মাথায় কিছু থাকে না। ফাঁকা মাথার মানুষ হন। কিন্তু তা নয়। সকলেই আসেন একটা বিশেষ লক্ষ্য স্থির করে। উল্লেখ্য, ভাষা শুধু সুন্দরী প্রতিযোগিতার সেরাই নন। তিনি অন্যান্য ক্ষেত্রেও যথেষ্ট সফল এক নারী। সে বিভিন্ন ভাষা জানাই হোক বা একজন চিকিৎসক হয়ে ওঠা। ভাষা যাতেই হাত দেন সোনা ফলান।
২৩ বছরের ভাষার যখন ৯ বছর বয়স তখন তাঁর পরিবার ব্রিটেনে পাকাপাকিভাবে থাকা শুরু করে। ফলে জন্ম ভারতে হলেও তিনি কিশোরী বয়স থেকে ব্রিটেনের বাসিন্দা। ভাষা ৫টি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারেন। তিনি একজন চিকিৎসকও। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পাশ করার পর তিনি এখন জুনিয়র ডাক্তার হিসাবে বোস্টনের একটি হাসপাতালে যুক্ত হতে চলেছেন। তার ঠিক আগেই ছিল এই সুন্দরী প্রতিযোগিতা।
ব্রিটেনের সেরা সুন্দরী হওয়ার পর ভাষা জানান, তিনি যখন ডাক্তারি পড়ছেন তখন পড়ার চাপ কাটাতে তিনি নিজেকে সুন্দরী প্রতিযোগিতার জন্য তৈরি করতে থাকেন। একদিকে চলতে থাকে পড়াশোনা। অন্যদিকে নিজেকে ঘষেমেজে একেবারে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযুক্ত করে তোলার লড়াই। আর এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা ছিল তাঁর কাছে একটা বড় ব্যাপার।
তারপর এল ব্রিটেনের সুন্দরী প্রতিযোগিতা। এদিকে তিনি কদিনের মধ্যেই হাসপাতালে যোগ দিতে চলেছেন। তার আগে এই প্রতিযোগিতায় সাফল্য তাঁকে জীবনে আরও একটা সাফল্য এনে দিল। মিস ব্রিটেন হওয়ার সুবাদে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিন মিস ব্রিটেন হয়ে মরিশাসে ছুটি কাটানোর একটি সুযোগও জিতে নিয়েছেন ভাষা মুখোপাধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা