Entertainment

গাড়ি চালাতে গিয়ে আহত কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

কাঁচা বাদাম গানের জন্য তিনি এখন ইন্টারনেট সেনসেশন। তাঁর গান দেশের গণ্ডি পার করে বিদেশেও দারুণ জনপ্রিয়। সেই ভুবন বাদ্যকর গাড়ি চালাতে গিয়ে কাণ্ড ঘটালেন।

কিছুদিন আগেও অতিদরিদ্র এক বাদাম বিক্রেতা ছিলেন তিনি। সকালে বাদামের পসরা গলায় ঝুলিয়ে তিনি বেরিয়ে পড়তেন বিক্রি করতে। এধার ওধার ঘুরে সারাদিন বাদাম বেচে কখনও ৩০০ তো কখনও তার চেয়ে কম রোজগার হত। তাই দিয়েই সংসার চলত টেনেটুনে।

বীরভূমের কুড়ালঝুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর বাদাম বেচতে বেরিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নিজেই একটি গান বাঁধেন। নতুন কিছু নয়। পথ চলতে কত ফেরিওয়ালাই তো তাঁর বিক্রি বাড়াতে, ক্রেতাদের আকর্ষিত করতে কত রকম সুরে পসরার কথা জানান। ভুবন বাদ্যকরও ব্যতিক্রম নন।


তিনিও জানতেন না তাঁর সেই বাদাম বিক্রির কৌশলী গান এক সময় দুনিয়া কাঁপাবে। একদিন তিনি যখন বাদাম বেচছেন তখন একজন তাঁর সেই কাঁচা বাদাম গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন। তারপর তা হুহু করে ছড়িয়ে পড়ে।

কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকর ভুবন বিখ্যাত হয়ে যান। তাঁর গানের রিমিক্সও হয়। তাঁর গান নিয়ে ইন্টারনেটে নাচের চ্যালেঞ্জ শুরু হয়। নামী থেকে অনামী সকলেই তাঁর গানের সঙ্গে নেচে সেই ভিডিও আপলোড করতে থাকেন।


এখানেই বেশ কিছু মানুষ প্রশ্ন তোলেন যিনি এই গানের স্রষ্টা তিনি কি কিছু পেলেন। যাঁরা তাঁর গানটির প্রথম রিমিক্স বানিয়েছিলেন তাঁরা তখন ভুবন বাদ্যকরকে ৩ লক্ষ টাকা দেন। ভুবন বাদ্যকর একের পর এক অনুষ্ঠানেও ডাক পাচ্ছেন এখন। ডাক পাচ্ছেন পাঁচতারা হোটেলেও।

কাজ একটাই। কাঁচা বাদাম গানটা শোনানো। এজন্য তিনি টাকাও পাচ্ছেন। আর তা দিয়ে ভুবন বাদ্যকর একটি নতুন গাড়ি কিনেছেন। যা তিনি নিজেই চালাতে গিয়ে মঙ্গলবার দুর্ঘটনা ঘটিয়েছেন।

একটি পাঁচিলে ধাক্কা মারেন তিনি। গাড়ির তো ক্ষতি হয়েছেই, সেইসঙ্গে তিনি বড় রকম আঘাত পান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে তাঁর মুখে আঘাত লাগে। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button