মানুষের চাহিদা বদলাচ্ছে। তাঁরা এখন অন্য ধরনের সিনেমা চাইছেন। মানুষ চাইছেন একদম মশলা সিনেমা। কিন্তু তাতে বুদ্ধির ছাপ থাকবে। জীবনের ৩টি ঘণ্টা কিছুর পিছনে ব্যয় করার পর তাঁরা কিছু যাতে ফেরত নিয়ে যেতে পারেন এমন সিনেমা দরকার। আর তেমন সিনেমাতেই আগামী দিনে অভিনয় করতে চান তিনি। মশলা ও বুদ্ধি, ২টোই সমানভাবে ধরা যাবে যেমন সিনেমায়। এমনই জানালেন অভিনেত্রী ভূমি পেডনেকর।
ভূমি পেডনেকর ২০১৫ সালে ‘দম লাগা কে হাইসা’ সিনেমা দিয়ে রূপোলী জগতে আত্মপ্রকাশ করেন। তারপর ‘শুভ মঙ্গল সাবধান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘লাস্ট স্টোরিজ’-এর মত সিনেমায় তাঁকে দেখা গেছে। এগুলোকে সমান্তরাল সিনেমা হিসাবেই ধরে থাকেন সিনেমা বোদ্ধারা। এরফলে ভূমি পেডনেকর সম্বন্ধে দর্শকদেরও একটা ধারণা হয়ে গেছে যে তিনি কেমন সিনেমা করে থাকেন। এবার সেই চেনা গণ্ডি থেকে বার হতে চাইছেন ভূমি।
ভূমির মতে তিনি তেমন সিনেমা করা শুরু করেছেন যেখানে বিনোদনের যাবতীয় মশলা ও বুদ্ধির ছাপ একসঙ্গে ধরা দিয়েছে। তাঁর মতে, ‘ষাণ্ড কি আঁখ’ বা ‘পতি পত্নী অউর ও’ এমন সিনেমা যেখানে এই মশলা ও বুদ্ধি সমানানুপাতে মিশেছে। ‘ষাণ্ড কি আঁখ’ ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে চলছে। আর ‘পতি পত্নী অউর ও’ মুক্তির অপেক্ষায়। এই সিনেমায় তাঁর সঙ্গে রয়েছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা