বাবার হয়ে ভারতরত্ন সম্মান নিতে তিনি রাজি আছেন। একথা জানিয়ে দিলেন অসমের কিংবদন্তী গায়ক তথা সুরকার ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা। বাবার হয়ে এই মরণোত্তর ভারতরত্ন সম্মান তিনি গ্রহণ করবেন। এটা তাঁর কাছে একটা স্বপ্ন। এটা একটা বিশাল সম্মান। এমনই জানিয়েছেন তেজ।
দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। সেই সম্মান ভূপেন হাজারিকাকে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। কিন্তু সেই ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। খোদ ভূপেনপুত্র জানিয়ে দেন, নাগরিকত্ব বিল না তুলে নিলে তাঁর পক্ষে বাবার হয়ে এই সম্মান গ্রহণ সম্ভব নয়। এই নিয়ে শুরু হয় জলঘোলা।
শুক্রবার অবশ্য তাঁর অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ভূপেন হাজারিকার ছেলে জানিয়ে দিলেন তিনি তাঁর বাবার হয়ে ভারতরত্ন গ্রহণে রাজি। এর আগে তিনি যা বলেছিলেন তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তেজ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)