ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য প্রশ্নাতীত। রয়েছে নানা দর্শনীয় স্থান। হিমালয়ের কোলে ভুটানে তাই সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। আসেন ভারতীয় পর্যটকেরাও। বলা ভাল ভারতীয় পর্যটকদের ভিড়ই সবচেয়ে বেশি হয়। এবার সেই ভারতীয় পর্যটকদের ওপর বসছে অতিরিক্ত খরচের বোঝা। একেবারে খোদ ভুটান সরকার এই টাকা নিতে চলেছে। তাও আবার প্রত্যেক দিনের ভিত্তিতে। অর্থাৎ যতদিন ভুটান ঘুরবেন, ততদিনই গুনতে হবে টাকা। তবে এই নিয়ম কেবল ভারতীয়, বাংলাদেশি ও মালদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য।
কত টাকা করে গুনতে হবে? ভুটান সরকার যে বিল এনেছে তাতে ভারতীয় পর্যটকদের ভুটান ঘুরতে প্রত্যেকদিন পিছু দিতে হবে ১ হাজার ২০০ টাকা করে। বলা ভাল পর্যটন কর গুনতে হবে তাঁদের। ভুটান সরকার বলছে এটা আনাই হচ্ছে এই টাকায় ভুটানের উন্নয়নের জন্য। কিন্তু ভারতীয়দের কাছ থেকেই কেন? তারও উত্তর দিয়েছে ভুটান সরকার। জানিয়েছে, গত ১ বছরে ভুটানে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। ভারতীয় পর্যটকদের বাড়তে থাকা ভিড়ের জন্যই এই টাকা নেবে তারা।
পড়ুন : ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল প্রতিবেশি দেশে, মৃত ২
এখনই অবশ্য এই প্রাত্যহিক অতিরিক্ত অর্থব্যয় বহন করতে হচ্ছেনা ভারতীয় পর্যটকদের। আগামী জুলাই থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। ভুটান সরকার অবশ্য দিল্লিকে আশ্বস্ত করেছে যে তারা এই টাকা নেওয়া শুরু করার পর যাতে কোনও পর্যটক হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখা হবে। ফলে ভুটান যাওয়ার পরিকল্পনা যাঁরা জুলাই মাসের পর করছেন, তাঁরা বাজেট তৈরির সময় এই অতিরিক্ত খরচ হিসাবে করতে ভুলবেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা