এ দেশে কোনও ট্রাফিক লাইট নেই, গল্প করতে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়েন মানুষজন
বিশ্বজুড়েই গাড়ি চলাচল মসৃণ রাখতে এবং ট্রাফিক সুরক্ষা নিশ্চিত করতে ট্রাফিক লাইট থাকে। একটি দেশে কিন্তু এখনও ট্রাফিক লাইট নেই।
যান চলাচল এখন বিশ্বজুড়েই বেড়েছে। মানুষের ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে যানবাহনের সংখ্যাও বেড়েই চলেছে। সেখান পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে, গাড়ির গতি সঠিক রাখতে এবং যানজট এড়াতে ট্রাফিক সিগনাল যে দেশেই যাওয়া যায় সেখানেই দেখতে পাওয়া যায়।
কার্যত ট্রাফিক সিগনালের ওপরই সর্বত্র গাড়ি চলাচল করছে। কিন্তু এমন এক দেশ রয়েছে যে দেশের মানুষ ট্রাফিক লাইট কি তাই জানেন না। ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া এই দেশে আবার রাস্তার মধ্যেই গরু, মোষ চড়ে বেড়ায়।
রাস্তায় চলতে গিয়ে যদি কারও পরিচিত কারও সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তাঁরা রাস্তার মাঝেই দাঁড়িয়ে নিজেদের মধ্যে কুশল বিনিময়, টুকটাক কথা শুরু করে দেন। ফলে এ দেশে গাড়ি চালাতে গেলে অত্যন্ত সতর্ক থাকতে হয়। তাও কিন্তু এখানে ট্রাফিক সিগনাল নেই।
ভুটান এমন এক দেশ যেখানে কোনও ট্রাফিক সিগনাল নেই। এখানে ট্রাফিক পুলিশের ওপরই ভরসা রাখেন সকলে। একবার ট্রাফিক সিগনাল বসানোর চেষ্টা হয়েছিল।
কিন্তু পরীক্ষামূলক ভাবে ট্রাফিক সিগনাল চালু করে দেখা যায় ভুটানে চলা গাড়ির চালকরা বুঝতেই পারছেন না ট্রাফিক লাইট।
ফলে সেসব বন্ধ করে ফের ট্রাফিক পুলিশেই ফিরে যায় দেশের প্রশাসন। প্রসঙ্গত ভুটানের অধিকাংশ রাস্তাই পাহাড়ি এবং দুর্গম। তাই ভুটানে গাড়ি চলে ঠিকই, তবে সব চালকই দুর্ঘটনা এড়াতে খুব মন্থর গতিতে গাড়ি চালান।