টিভি ছিল নিষিদ্ধ, বিশ্বে সর্বশেষ এ দেশেই চালু হয় টেলিভিশন সম্প্রচার
যখন গোটা বিশ্ব টিভিতে চুটিয়ে হাজারো চ্যানেলে মজে আছে, সেখানে এ দেশের মানুষ জানতেনই না টিভি কেমন হয়। এ দেশে কিছু বছর আগেও টিভি চালু হয়নি।
এ দেশ প্রকৃতির অপার শোভায় মোহময়। ভারতের গায়ে লেগে থাকা এ দেশে মানুষ ছুটে যান শুধু প্রকৃতির বুকে হারিয়ে যেতে। সেখানকার মানুষজন কিন্তু জানতেন না টিভি কেমন হয়।
১৯৯৯ সাল পর্যন্তও তাঁদের টিভি সম্বন্ধে ধারনা ছিলনা। আর যদি কিছু মানুষের থেকেও থাকে তবে তা লোকমুখে শুনে। নিজে চোখে দেখে নয়। এর কারণ হয় এ দেশের সরকারের নিষেধাজ্ঞা।
যখন গোটা বিশ্ব টিভিতে চুটিয়ে হাজারো চ্যানেলে মজে আছে তখনও এদেশের সরকারের ধারনা ছিল দেশের মানুষ টিভি দেখলে খারাপ হয়ে যাবেন।
যেমন ভাবে ছোটদের অনেক অভিভাবক টিভি থেকে দূরে রাখেন পাছে ভুল শিক্ষা পায়, ভুল পথে যায় সেসব ভেবে। তেমন করেই দেশবাসীকে টিভি থেকে দূরে রাখা হয়েছিল ভুটানে। এটা ছিল সরকারি সিদ্ধান্ত। ফলে সেখানকার মানুষ টিভি দেখার সুযোগ পেতেন না।
অবশেষে ১৯৯৯ সালে রাষ্ট্রায়ত্ত ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের হাত ধরে ভুটানের মানুষ প্রথম টিভির পর্দা চোখে দেখেন। তবে ভুটান জুড়ে নয়, কেবল রাজধানী থিম্পুতেই এই পরিষেবা সীমিত ছিল। তাও মাত্র কয়েক ঘণ্টার জন্য।
২০০৬ সালে ভুটান জুড়ে টিভি ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ টিভি দেখার সুযোগ পান। স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হয়।
ভুটান হল বিশ্বের সেই দেশ যেখানে সর্বশেষ টিভি চালু হয়েছিল। বাকি বিশ্বে তার অনেক আগেই টিভি পরিষেবা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল।