প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, সব স্কুলে ছুটি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন। তাঁকে দেখতে, সম্মান জানাতে, হাজির সব পড়ুয়া। তাই দেশের সব স্কুল বন্ধ। পড়ুয়ারা হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে।
সে এক বিশাল আয়োজন। রাস্তার ধারে ছোট ছোট ছেলেমেয়েদের অনেকের হাতে ভারতের পতাকা। তারা সেই পতাকা নাড়ছে। হাত নাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে। প্রধানমন্ত্রীও খুশি ছোটদের দেখে।
ছোটদের ভালবাসেন নরেন্দ্র মোদী। পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সেকথা মাথায় রেখেই হয়তো তাঁর ভুটান সফরের প্রথম দিনে সে দেশে পা রাখার পরই যাবতীয় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁকে স্বাগত জানাতে হাজির হল ভুটানের বহু পড়ুয়া।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বলে ভুটানের সব স্কুলে এদিন ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সব পড়ুয়া হাজির হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২ দিনের ভুটান সফরের শুক্রবার ছিল প্রথম দিন। পারো বিমানবন্দরে এদিন পা রাখার পর তাঁকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পরিয়ে দেন ভুটানের স্কার্ফ।
সেনার তরফে দেওয়া হয় গার্ড অফ অনার। পারো বিমানবন্দর থেকে ভুটানের রাজধানী থিম্পু পর্যন্ত ৪৫ কিলোমিটার রাস্তায় ভুটানের সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়া।
পুরো রাস্তা জুড়ে ২ ধারে দাঁড়িয়ে তাঁরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। এদিন প্রধানমন্ত্রীও তাঁদের দেখে হেসে হাত নাড়েন।
প্রসঙ্গত ভারত ও ভুটানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল ১৯৬৮ সালে। তারপর থেকেই ২ দেশের সুসম্পর্ক বজায় রয়েছে।
সমস্যা হলে ভারত যে তাদের নানা ক্ষেত্রে সাহায্য করে থাকে তা খোলাখুলি জানাতে দ্বিধা করেননা ভুটানবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা