প্রতিবেশি এই দেশে গেলে কারও মাথায় হাত নয়, তবে ২ হাত অবশ্যই
প্রতিবেশি এই দেশে বেড়াতে গেলে ভুলেও কারও মাথায় হাত নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ২টি হাত অবশ্যই।
ভারতের প্রতিবেশি এই দেশে অনেকেই ঘুরতে হাজির হন। অনেক দেশ থেকে সেখানে মানুষ আসেন। তার প্রাকৃতিক সৌন্দর্যও যেকোনও মানুষকে মোহিত করতে পারে। সেই সঙ্গে সে দেশের মানুষের সাদামাটা প্রকৃতির মাঝে থাকা জীবন অবশ্যই নজরকাড়া।
তবে এ দেশের মানুষ কিছু বিষয় মেনে চলেন। আর তা সকলেই মেনে চলুন সেটা তাঁরা চান। তাই ভুটানে বেড়াতে গেলে বা অন্য কোনও কাজে গিয়ে যদি কোনও শিশুকে দেখে ভালও লাগে তাহলেও তার মাথায় হাত দিয়ে আদর করার চেষ্টা করবেননা।
কারণ ভুটানের মানুষ কারও মাথায় হাত দেওয়া পছন্দ করেননা। তা স্নেহ বা আশির্বাদ জানাতেও নয়। তাই মাথায় হাত ভুলেও নয়। তবে ২ হাত সেখানে অন্য কাজে ভীষণ প্রয়োজনীয়।
ভুটানে কেউ যদি কিছু দেন তাহলে তা একহাতে না নিয়ে ২ হাতে গ্রহণ করাই ভাল। কারণ তাঁরা সেটা চান। ভুটানের মানুষ কাউকে কিছু দেওয়া বা নেওয়ার সময় ২ হাত ব্যবহার করেন। সেটাই সেখানকার চিরাচরিত প্রথা।
তাই যত ছোট জিনিস বা হালকা জিনিসই হোক না কেন ২ হাতে তা গ্রহণ করা বা অন্য কারও দিকে বাড়িয়ে দেওয়ার কথা ভুটানে মাথায় রাখা জরুরি।
সব দেশেই নিজস্ব কিছু প্রথা থাকে। ভাল লাগা মন্দ লাগা থাকে। সেটা সে দেশে গিয়ে মেনে চলা তাদের পরম্পরাকেও সম্মান জানানো।