দুজন পেস বোলার একই সাথে ইনিংসে বোলিংয়ের সূচনা করছেন, এর থেকে সাধারণ ঘটনা বোধ হয় ক্রিকেটে হয় না। খেলার ইতিহাসে আর যেখানে যাইই চমক থাক, দুই পেসারের একসাথে বোলিং শুরু করার ঘটনা কোনও ক্রীড়ামোদীকে চমকিত করবে না। এটা না হয় মাঠের একটা সাধারণতম ঘটনা, তাবলে জীবনের নতুন ইনিংসের সূচনাও দুই পেসারের এক সাথে? তাও কিনা মাঠের মত একই দিনে? ঠিক সেটাই ঘটল ভারতীয় ক্রিকেটে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের দুই বোলিং নক্ষত্র একই সাথে শুরু করলেন জীবনের সেকেন্ড ইনিংস। প্রথমে জাহির খান, কয়েক ঘণ্টা পরে ভুবনেশ্বর কুমার। জাহির হয়ত আজ অবসৃত একজন তারকা, কিন্তু কাকতালীয় হলেও ভুবি-জাক এর বিয়ে একই দিনে পড়াটা বেশ চমকপ্রদ।
সকালে বেঙ্গালুরুতে জাহিরের পর বিকেলে মেরঠে ভুবনেশ্বর জীবনের নতুন ইনিংসের সূচনা করলেন। গত অক্টোবর মাসের ৪ তারিখে ছিল বাগদান পর্ব। এদিন ভুবনেশ্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নূপুর নাগর-এর সঙ্গে। ভুবির দেশের বাড়ি মেরঠে। সেখানেই রীতিমত আড়ম্বর পূর্ণ বিয়ের অনুষ্ঠানে তিনি সাত পাকে বাঁধা পড়লেন নূপুরের সাথে। বিয়ের জন্য ভুবনেশ্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছুটিও নিয়েছেন। তবে তা সামান্য দিনের জন্য। জীবনের নতুন অধ্যায় শুরুর কিছুদিনের মধ্যেই ভুবনেশ্বর ফিরবেন ক্রিকেট সংসারে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)