শেষ পর্যন্ত নিজে হাতে রুটি বানিয়ে খেলেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস
তিনি বিশ্বের অন্যতম ধনী। তাঁর নাম জানেননা এমন মানুষের সংখ্যা কমই। সেই মানুষটি এবার নিজে হাতে বানালেন রুটি। তাও প্রথম থেকে।
রুটি তৈরি করতে প্রথমে আটার গুঁড়োকে জল আর নুন দিয়ে মাখতে হয়। তিনি ঠিক সেটাই করলেন। তবে আটা মাখার জন্য ভারতে যেমন হাতের ব্যবহার করা হয় তা তিনি করেননি। ব্যবহার করেন একটি স্প্যাচুলা। যা দিয়ে গুলে ফেলার মত করে আটা মেখে ফেলেন।
আটা ঠিকঠাক মাখা হয়ে গেলে এবার ভারতীয় রুটির যা নিয়ম তা মেনে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা বিখ্যাত ফুড ব্লগার লেচি তৈরি করে ফেলেন। তারপর বেলন দিয়ে সেই লেচি বেলে দেখিয়ে দেন ভারতে রুটি মানে কিন্তু গোল হতে হবে।
ওই ফুড ব্লগারের দেখানো পথে বিশ্বের অন্যতম ধনী মানুষ বিল গেটস শুরু করেন বেলন দিয়ে রুটি বেলা। রুটি বেলেনও। তবে তা ঠিক গোল হয়নি।
রুটিটা হয় একটু বাঁকা টেরা। তাতে কি! রুটি দেখতে যেমনই হোক রুটি হলেই তো হল! এবার চাটুতে শুরু হয় রুটি সেঁকা। যা সেঁকে তাতে ঘি মাখিয়ে ফেলেন বিল গেটস। তারপর নিজের হাতে বানানো রুটি খেয়েও দেখেন।
বিল গেটসের মত একজন ব্যক্তিত্ব নিজে হাতে ভারতীয় নিয়ম মেনে রুটি বানিয়ে খেলেন। এই ভিডিও ওই ফুড ব্লগার ইটান বার্নাথের হাত ধরে ইন্টারনেটে হুহু করে ছড়িয়ে পড়ে।
ইটান সোশ্যাল সাইটে জানিয়েছেন, তিনি হালেই বিহার থেকে ঘুরে গেছেন। সেখানেই শিখেছেন ভারতে রুটি বানানোর পদ্ধতি। এবার সেটাই তিনি স্বয়ং বিল গেটসের সঙ্গে তৈরি করে ফেললেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা