National

বিজেপিতে যোগ দিলেন এক সময়ের ম্যাটিনি আইডল বিশ্বজিৎ

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বাংলা থেকে হিন্দি, এক সময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। চূড়ান্ত সফল এক নায়ক ছিলেন তিনি। ছিলেন ম্যাটিন আইডল। তাঁর আরও একটি পরিচয় তিনি বাংলা চলচ্চিত্র জগতের আইকনিক ফিগারে পরিণত হওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পিতা। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সোমবার যোগ দিলেন বিজেপিতে। এদিন দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ অন্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপি‌তে যোগ দেন বিশ্বজিৎ।

Biswajit Chatterjee
কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বিশ্বজিৎ, ছবি – আইএএনএস

বাংলা সিনেমা জগত থেকে বিশ্বজিৎ হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি বিজেপিতে যোগ দিলেন। এর আগে মৌসুমি চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। তিনিও বাংলা ও হিন্দি সিনেমা জগতের পরিচিত মুখ। ৮৩ বছরের বিশ্বজিৎ আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে কোনও একটি আসন থেকে বিজেপির হয়ে দাঁড়াতে চলেছেন বলেই খবর।


Biswajit Chatterjee
ফাইল : বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

রাজনীতিতে পা রাখা বা ভোটে দাঁড়ানো বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম নয়। এর আগেও তিনি ভোটে লড়েছেন। ২০১৪ সালে দিল্লির একটি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন বিশ্বজিৎ। কিন্তু সেবার সপ্তম স্থানে শেষ করেন তিনি। পান মাত্র ৯০৯টি ভোট। এবার সেই তৃণমূলের বিরুদ্ধেই হয়ত দাঁড়াতে চলেছেন বিশ্বজিৎ। এবার বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button