করোনা ভাইরাসের থাবা থেকে রেহাই পায়নি ভারতও। এখানেও এখনও পর্যন্ত ২৮ জনের দেহে করোনা ভাইরাস মিলেছে। যারমধ্যে ৩ জন সুস্থও হয়ে গেছেন। বাকিদের মধ্যে ১৬ জন ইতালীয় নাগরিক। এই অবস্থায় ক্রমশ বাড়ছে সাবধানতা। করোনার হানা থেকে বাঁচতে অনেকেই মাস্ক পরছেন। করোনা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে তেমনই মাস্ক বিলি করা শুরু করলেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিজেপি কর্মীরা মাস্ক বিলি করেছেন।
বিজেপির বিলি করা মাস্কের বিশেষত্ব হল সেটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম লেখা রয়েছে। রয়েছে বিজেপির দলীয় প্রতীক পদ্মও। লেখা আছে সেভ ফ্রম করোনা ভাইরাস, মোদীজি, বিজেপি ডব্লিউ.বি। অর্থাৎ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকুন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কারণ মাস্ক ব্যবহার করলে করোনা থেকে কিছুটা হলেও দূরত্ব রাখা সম্ভব বলে জানানো হয়েছে।
রাজ্য বিজেপির তরফে অবশ্য এই মাস্ক বিলির কথা স্বীকার করা হয়নি। তাদের মতে, যদি কেউ এমন করে থাকেন তবে তিনি নিজের উদ্যোগে একাজ করেছেন। অবশ্য সাধারণ মানুষ বলছেন কে করেছেন এটা বড় কথা নয়। উদ্যোগটি অত্যন্ত ভাল। তাই তাকে স্বাগত না জানানোর কিছু নেই বলেই মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা