সর্বদল বৈঠকের আগের দিন রণংদেহী দিলীপ ঘোষ
হিংসার জবাব হিংসা দিয়েই দেওয়া হবে। মঙ্গলবার কার্যত হুঁশিয়ারির সুরেই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।
কলকাতা : হিংসার জবাব হিংসা দিয়েই দেওয়া হবে। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা। মঙ্গলবার এই ভাষাতেই হুঁশিয়ার করলেন তিনি। তাঁর নিশানা যে ছিল তৃণমূল কংগ্রেস তা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। মঙ্গলবার ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস।
জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে মঙ্গলবার ক্যাওড়াতলা মহাশ্মশানে হাজির হন দিলীপবাবু। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দেন তিনি। তাঁর আদর্শ ও নীতি নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারেনা বলে জানান দিলীপবাবু। রাজ্যে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি কর্মীদের মৃত্যুর প্রসঙ্গ টেনে দিলীপবাবু জানান তাঁরা বদলাও নেবেন, বদলও করবেন।
শ্যামাপ্রসাদের জনসংঘের হাত ধরেই ৮০-র দশকে জন্ম নেয় বিজেপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে সম্মান জানিয়ে ট্যুইট করেন। ১৯৫৩ সালে বাংলার বাঘ বলে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।