চা চক্রে বেরিয়ে আক্রমণের মুখে দিলীপ ঘোষ
চা চক্রে যোগ দিতে বেরিয়ে আক্রমণের মুখে পড়লেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
কলকাতা : সল্টলেক ছেড়ে সবে রাজারহাটের একটি বড় ফ্ল্যাটে উঠে গেছেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নতুন পাড়ায় বুধবার সকালে একটি চা চক্রে যোগ দিতে বার হন তিনি। এমন চা চক্রে যোগদান তিনি মাঝেমধ্যেই করে থাকেন। বুধবার সকালে চা চক্রে বার হন তিনি। সঙ্গে ছিলেন কয়েকজন বিজেপিকর্মী ও সুরক্ষাকর্মীরা। দিলীপবাবু জানান মাঝ রাস্তায় তাঁর পথ আটকান তৃণমূলকর্মীরা। তাঁর দলীয় কর্মীদের সঙ্গে বচসা বাঁধে তৃণমূলকর্মীদের।
দিলীপবাবুর অভিযোগ, তৃণমূলকর্মীরা তাঁর দলীয় কর্মীদের মারধর করেন। তাঁর গাড়িতে হামলা হয়। তবে দিলীপবাবুকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যান তাঁর সুরক্ষাকর্মীরা। দিলীপবাবুর কটাক্ষ, তিনি রাজারহাটে আসায় তৃণমূলকর্মীরা হয়তো খুব অসুবিধায় পড়েছেন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকার পর অবস্থা শান্ত হয়। বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে। তবে তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য বিজেপি এমন ধরনের অভিযোগ করেই থাকে। এটা খুবই ছোট্ট একটা ঘটনা। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাননি তিনি। সুদীপবাবু জানান, তৃণমূলের বিজেপিকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজনৈতিক দূরত্ব থাকলেও দিলীপবাবুর ওপর হামলার চেষ্টার কড়া সমালোচনা করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। ঘটনার নিন্দা করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।