বিজেপির উত্তরবঙ্গ বন্ধে মিশ্র প্রভাব, বাস ভাঙচুর
বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বিজেপির ডাকে উত্তরবঙ্গ বন্ধে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল।
কলকাতা : হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর প্রতিবাদে বিজেপি উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয়। যার মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে এদিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেসরকারি বাস বেশি চলতে দেখা যায়নি। সরকারি বাস অবশ্য ছিল। গাড়িও ছিল রাস্তায় কম। দোকানপাট কিছু খোলা ছিল। সকাল থেকেই বিজেপি কর্মী, সমর্থকেরা রাস্তায় নেমে বন্ধ সফল করার চেষ্টা করেন। রাস্তায় বাস আটকানো হয়।
কোচবিহারে বন্ধ সমর্থকেরা সরকারি বাসে ভাঙচুর চালান। পিলখানা বাজার এলাকায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এদিনের বন্ধে বিজেপি কর্মীরা বন্ধ সফল করতে বাস রোখার চেষ্টা করলে পুলিশ তাঁদের অনেক জায়গা থেকে হটিয়ে দেয়। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অনেক জায়গায় রাস্তায় বন্ধ সমর্থকেরা বাসের সামনে শুয়ে পড়েন। বিজেপির পতাকা হাতে অনেক বন্ধ সমর্থককে ১২ ঘণ্টার এই বন্ধ সফল করতে পথে নামতে দেখা যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মীরা জোর করে দোকান বন্ধ করান বলে অভিযোগ উঠেছে।