রাজ্যের সমালোচনায় মুখ ফস্কে এ কী বলে ফেললেন দিলীপ ঘোষ
রাজ্যের সমালোচনা করে থাকেন তিনি। কড়া ভাষায় করে থাকেন। তবে এদিন তা করতে গিয়ে সেমসাইড করে ফেললেন দিলীপ ঘোষ।
কলকাতা : গত রবিবার টিটাগড়ে খুন হন সেখানকার দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লা। তার প্রতিবাদে সরব বিজেপি নেতারা। অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়-দের মত রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষও মুখ খোলেন রাজ্যসরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে।
এদিন দিলীপবাবু কিন্তু রাজ্যের সমালোচনা করতে গিয়ে সেমসাইড করে ফেলেছেন। এখন তা অজান্তেই করেছেন নাকি মাথা ঠান্ডা রেখে তা বলা মুশকিল।
দিলীপবাবু মণীশ শুক্লার হত্যাকাণ্ডের ঘটনার কড়া সমালোচনা করে বলেন পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশ উত্তরপ্রদেশ, বিহারের মাফিয়ারাজের মত হয়ে যাচ্ছে। প্রকাশ্যে রাস্তার ওপর চায়ের দোকানে কেউ গুলি করে চলে যাচ্ছে। স্টেনগান দিয়ে গুলি করছে।
এজন্য রাজ্যসরকার দায়ী বলেও আঙুল তোলেন দিলীপবাবু। কিন্তু এদিন তাঁর সব সমালোচনা ঢাকা পড়ে গেছে তাঁর একটি কথায়, পশ্চিমবঙ্গের অবস্থা ক্রমশ উত্তরপ্রদেশ, বিহারের মাফিয়ারাজের মত হয়ে যাচ্ছে।
উত্তরপ্রদেশে রয়েছে বিজেপি সরকার। যোগী আদিত্যনাথের সরকার। সেখানে হাথরাস কাণ্ড নিয়ে তুলকালাম চলছে। বিরোধীরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছে। নির্যাতিতার সুবিচার চেয়ে বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হচ্ছে। যা কার্যত যোগী আদিত্যনাথ সরকারকে বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছে।
কিন্তু সেখানে তো বিজেপি সরকার রয়েছে। সেই রাজ্যে মাফিয়ারাজ চলছে! এটা বিজেপি রাজ্য সভাপতি প্রকাশ্যে বললেন!
প্রশ্ন রয়েছে বিহারের নাম নেওয়া নিয়েও। বিহারে নীতীশ সরকার ক্ষমতায় রয়েছে। সেই নীতীশ সরকারের জোট সঙ্গী বিজেপি। গত রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের জোট ছেড়ে লোক জনশক্তি পার্টি বেরিয়ে গেলেও বিজেপি ও নীতীশের জোট অটুট রয়েছে। ফলে সেখানেও সরকারে বিজেপির অংশীদারিত্ব রয়েছে।
সেই বিহারেও মাফিয়ারাজ চলছে বিজেপির রাজ্য সভাপতি বলতে পারলেন! যা নিয়ে বিজেপির অন্দরমহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজনৈতিক মহলের অনেকের মতে আবার বিজেপি সভাপতি কী তবে বিহার বা উত্তরপ্রদেশে যা চলছে তা নিয়ে ক্ষুব্ধ। আর সেটাই এদিন বেরিয়ে এসেছে তাঁর মুখ থেকে।
তবে দিলীপবাবুর এদিনের বক্তব্য ঘিরে বঙ্গের রাজনৈতিক মহলে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে।