বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার
বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান ঘিরে বৃহস্পতিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ও সংলগ্ন এলাকা।
কলকাতা : বিজেপির নবান্ন অভিযানকে রাজ্যসরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা বৃহস্পতিবার পুলিশি বন্দোবস্ত থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বিজেপিও পাল্টা বুধবার থেকেই প্রস্তুতি নিচ্ছিল। বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে সমর্থকেরা হাজির হচ্ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা পর বিভিন্ন দিক থেকে মিছিল এগোতে থাকে। একটি মিছিল বার হয় হেস্টিংস থেকে। একটি হাওড়া ময়দানে। একটি সাঁতরাগাছি থেকে এবং একটি সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সদর দফতর থেকে হাওড়া ব্রিজের দিকে রওনা দেয়। বিভিন্ন মিছিলে ছিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
হাওড়া ময়দানে বিজেপির মিছিল জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ প্রথমে তাদের পিছু হঠতে বলে। কিন্তু জোর করে ঢুকতে গেলে পুলিশ জলকামান ছোঁড়া শুরু করে।
রঙিন জল ছোঁড়া হয়। তারপর শুরু হয় বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানেগ্যাস ছোঁড়া। তারপরও বিজেপি কর্মীরা এগোতে থাকলে তাঁদের ওপর লাঠিচার্জ করা শুরু করে পুলিশ। এরপর ক্রমশ পিছু হঠতে থাকেন বিজেপি কর্মীরা।
যে শক্তি নিয়ে বিজেপি হাজির হয় এদিন, পুলিশি প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হওয়ার পর আর সেই ভিড় জমা হয়নি। তবে এদিন হাওড়া ময়দানের কাছে পুলিশকে বেগ দিয়েছে বিভিন্ন গলি থেকে উড়ে আসা ইট বৃষ্টি।
সাঁতরাগাছির ছবিটাও কমবেশি ছিল একই রকম। সাঁতরাগাছিতে মিছিল শুরু হওয়ার পর সাঁতরাগাছি স্টেশনের কাছে পুলিশ মিছিলের পথ আটকায়। শুরু হয় ধুন্ধুমার। এখানেও পুলিশের হাতিয়ার ছিল ৩টি, জলকামান, কাঁদানেগ্যাস ও লাঠিচার্জ। তাতেই কাজ হয়। বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
একইভাবে রোখা হয় হেস্টিংস-এ বিজেপির এই অভিযান। এখানে বিজেপি সাংসদ অর্জুন সিংকে মাথায় হেলমেট পড়ে সমর্থকদের নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বিজেপির সদর দফতর থেকে যে মিছিল বার হয় তাতে ছিলেন বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মিছিল হাওড়া ব্রিজের কাছে পৌঁছতে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। সেখানেও পুলিশ একইভাবে প্রথমে মাইকিং করে বিক্ষোভকারীদের চলে যেতে অনুরোধ করে। মিছিলটি বেআইনি বলেও জানানো হয়।
তারপরও বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যান। শুরু হয় জলকামান ছোঁড়া। তারপর কাঁদানেগ্যাস ও লাঠিচার্জ শুরু হয়।
এদিন বিজেপির নবান্ন অভিযানে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আহত হন। তাঁকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। দিলীপবাবু জানান, অরবিন্দ মেনন আহত হয়েছেন। আহত হন বিজেপি কর্মী সমর্থকদের অনেকে।
অন্যদিকে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি তাঁরা এদিন নবান্নের দিকে যেতে পারেননি ঠিকই তবে তাঁদের অভিযান সফল হয়ে গেছে বুধবারই।
নবান্ন জীবাণুমুক্ত করার নামে আদপে রাজ্য প্রশাসন তাঁদের ভয় পেয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতারা। তাই নবান্ন বন্ধ রাখা হয়েছে ২ দিন।