Kolkata

৫ তৃণমূল সাংসদ বিজেপিতে আসতে তৈরি বলে দাবি অর্জুনের

৫ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিতে তৈরি হয়ে আছেন। তাঁরা যে কোনও সময় ইস্তফা দিয়ে বিজেপিতে আসবেন। দাবি করলেন সাংসদ অর্জুন সিং।

কলকাতা : রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা প্রথমসারির তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। এমন একটা জল্পনা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য বিজেপির তরফ থেকেও বারবার বিভিন্ন ভাবে শুভেন্দুবাবুকে তাঁদের দলে যোগ দেওয়ার জন্য প্রকাশ্যেই আহ্বান জানানো হচ্ছে। বিজেপির কয়েকজন নেতা তো প্রায় বলেই দিচ্ছেন শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নাকি সময়ের অপেক্ষা।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিছুটা দলের প্রতি ক্ষোভ সামনে এসেছে হালের কয়েকটি জনসভা থেকে। যদিও তিনিই একটি জনসভা থেকে স্পষ্ট করেছেন যে তিনি এখনও তৃণমূলেরই রয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁকে এখনও দল ছাড়তে বলেননি। আর তিনি এখনও দল ছাড়েননি।


শনিবার সাংসদ কাকলি ঘোষদস্তিদার তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে যে জল্পনা শোনা যাচ্ছে তা বিজেপির দল ভাঙানোর চক্রান্ত।

কাকলিদেবী বলেন, শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দলের একজন শীর্ষ নেতাও। শুভেন্দু জল্পনার মধ্যেই শনিবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আর একটি দাবি রাজ্য রাজনীতিতে হৈচৈ ফেলে দিয়েছে।


শনিবার ছট পুজো উপলক্ষে গঙ্গার ওপর দিয়ে যাওয়ার সময় অর্জুন সিং দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের কমপক্ষে ৫ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে তৈরি হয়ে আছেন। তাঁরা যে কোনও সময়ে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেবেন। এই তালিকায় যে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় থাকতে পারেন এমন একটা ইঙ্গিতও দেন তিনি।

সৌগত রায় অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছেন। পাল্টা তিনি জানিয়ে দিয়েছে এটা বিজেপির আইটি সেলের তরফে অমিত মালব্য-র শেখানো রাস্তা। এভাবেই ভুয়ো খবর ছড়ায় তারা।

এ বিষয়ে আর কিছু বলার দরকার নেই বলেই জানান সৌগতবাবু। তবে সৌগতবাবু স্পষ্ট করে দিয়েছেন তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন, কিন্তু তিনি কখনও বিজেপিতে যোগ দেবেন না। তিনি বিজেপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নন। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও দাবি করেছেন যে সৌগত রায় তৃণমূল ছেড়ে কোথাও যাচ্ছেন না।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button