কনভয়ে হামলার পর মমতাকে ছুটি দেওয়ার ডাক নাড্ডার
ডায়মন্ডহারবার পৌঁছতে গিয়ে রাস্তায় একাধিকবার বিক্ষোভের মুখে পড়ে তাঁর কনভয়। তারপর ডায়মন্ডহারবার পৌঁছে সভামঞ্চ থেকে মমতাকে এবার ছুটি দেওয়ার ডাক দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
কলকাতা : ডায়মন্ডহারবার পৌঁছতে গিয়ে একের পর এক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে পোস্টার দেখানো হয় জেপি নাড্ডাকে।
কয়েক জায়গায় তাঁর কনভয়ে হামলার ঘটনাও ঘটে। ইট ও পাথর উড়ে আসে তাঁর কনভয় লক্ষ্য করে। গাড়ির সারিতে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ির সামনের কাচ ভেঙে একটি পাথর ঢুকে আসে বলে অভিযোগ।
দিলীপ ঘোষের গাড়িতে ধাক্কাধাক্কি হয়। শিরাকোল এলাকায় কনভয় ঢুকতেই বৃষ্টির মত কনভয় লক্ষ্য করে পাথর পড়তে হতে থাকে। শুধু বিজেপি নেতাদের গাড়ি বলেই নয়, এদিন সংবাদমাধ্যমের একাধিক গাড়িও হামলার মুখে পড়ে।
ক্যামেরা বন্ধ রাখার জন্য তাদের ওপর চাপ দেওয়া হয়। এমনকি পুলিশের গাড়িতেও ইট পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে কনভয় ডায়মন্ডহারবারের দিকে এগোয়।
বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে একাধিক কর্মসূচি ছিল জগত প্রকাশ নাড্ডা-র। এখানেই সভামঞ্চ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ছুটি দেওয়ার ডাক দেন।
নাড্ডা দাবি করেন তাঁর আসার পথে তৃণমূলের দুষ্কৃতিরা তাঁর পথ আটকানোর চেষ্টা করেছে বারবার। তাঁর গাড়িতে হামলা হয়েছে। বিজেপি নেতাদের গাড়িতে হামলা হয়েছে। বিজেপির সব নেতার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতকিছুর পরও তিনি ডায়মন্ডহারবারে পৌঁছেছেন বলে জানান নাড্ডা।
নাড্ডা এদিন দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যকে দেওয়া হলেও এখানকার দরিদ্র মানুষজন ঘর পাননি। আম্ফান পরবর্তী সময়ে ত্রাণের জন্য প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আম্ফান দুর্গতরা পাননি। যা নিয়ে সুপ্রিম কোর্টও সিএজি-কে দিয়ে তদন্ত করতে বলেছে।
এদিন আয়ুষ্মান ভারতের সুবিধা থেকেও রাজ্যবাসীকে মমতা সরকার বঞ্চিত করছে বলে দাবি করেন নাড্ডা। তিনি বলেন এবার পরিবর্তন হবে। বিজেপি ক্ষমতায় আসবে। মমতাকে ছুটি দিন। এ রাজ্যে বিজেপি এলে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি।