বিজেপির ভরাডুবির পর ২ দিনের সফরে এলেন জেপি নাড্ডা
রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর ফের রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষেছেন তিনি।
রবিবার নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের ঝোড়ো জয় স্পষ্ট হয়ে যায় দুপুরের মধ্যেই। বিকেলের পর থেকেই রাজ্যের বিভিন্ন কোণায় শুরু হয় ভোট পরবর্তী হিংসা।
বিজেপির দাবি তাদের বেশ কয়েকজন কর্মী খুন হয়েছেন। অনেক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে। দোকান ভাঙচুর হয়েছে।
অন্যদিকে তৃণমূলের বেশ কয়েকজন কর্মীও খুন হন। এক্ষেত্রে ২ দলই অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
এতদিন বারবার এসেছিলেন ভোটের প্রচারে। বিজেপির হারের পর এদিন ফের রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২ দিনের সফরে এসেছেন তিনি।
এদিন কলকাতা বিমানবন্দরে পা রেখেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতা দেখাচ্ছেন বলেও দাবি করেন নাড্ডা।
এদিন প্রথমেই তিনি যান সোনারপুরে খুন হওয়া দলীয় এক কর্মীর বাড়িতে। তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন নাড্ডা। জেপি নাড্ডার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতারা। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।
সোনারপুর থেকে নাড্ডা আসেন কাঁকুড়গাছিতে বিজেপির আর এক মৃত কর্মীর বাড়িতে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন কোণায় যাবেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথাও বলবেন।