লালবাজার অভিযানে পুলিশের লাঠিচার্জ ও দলের নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের বিভিন্ন কোণায় বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন দুপুরে কলকাতার বিজেপির প্রধান কার্যালয় থেকে মিছিল বার হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছয় বউবাজার থানা পর্যন্ত। থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। গত বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযানের শেষে বিজেপির তরফে ঘোষণা করা হয় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে তাঁরা শুক্রবার রাজ্য জুড়ে প্রতিবাদ সভা ও পথ অবরোধ করবেন। সেই কর্মসূচি মেনে এদিন হাওড়া ব্রিজ অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত হাওড়া ব্রিজের যান চলাচল। এদিন শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রতিবাদ মিছিল বার করে। শিলিগুড়িতে বিজেপি কর্মীদের বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। মিছিল বার হয় পুরুলিয়াতেও। তবে সেখানে মিছিল থেকে বড় কোনও গণ্ডগোল বা অশান্তি ছড়ায়নি। এদিকে এদিন লালবাজারে গ্রেফতার বিজেপি নেতাকর্মীদের দেখতে যান কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। বেশ কিছুক্ষণ তাঁদের কথা হয়। এরপর লালবাজার অভিযানের দিন ধৃত বিজেপি নেতা-কর্মীদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ। যদিও আদালতে জামিন নিতে অস্বীকার করেন বিজেপি নেতারা।