তৃণমূল যদি ভাবে রাজ্যপালকে গালিগালাজ করে চুপ করাবে তাহলে ভুল ভাবছে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মোদী বাহিনীর সৈনিক। এদিন প্রকাশ্যেই একথা জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। স্বভাবতই রাহুলবাবুর বক্তব্যকে লুফে নিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁরা শুরু থেকেই বলে আসছেন রাজ্যপাল রাজভবনকে বিজেপির আস্তানায় পরিণত করেছেন। এদিন রাহুলবাবুর কথায় তা পরিস্কার হয়ে গেল।
এদিন রাজ্যে এসে তৃণমূলকে একহাত নিয়েছেন রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি দফতরে বক্তব্য রাখতে গিয়ে কৈলাসের খোঁচা, রাজ্যে সেইসব লোক রাজ্যপালের সমালোচনা করছেন, যাঁরা কদিন বাদে চিটফান্ড দুর্নীতি কাণ্ডে জেলে যাবেন। তৃণমূলের সকলের সম্বন্ধে তাঁর কাছে সব খবর আছে বলেও দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়।