এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ১২ ঘণ্টার বন্ধ পালন করে বিজেপি। বন্ধকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত জেলার বিভিন্ন এলাকা। জোর করে দোকান বন্ধ থেকে, গাড়ি থামিয়ে ভাঙচুর, ভীতি প্রদর্শনের অভিযোগও সামনে এসেছে। সাতসকালেই রায়গঞ্জের নেতাজি মোড়ে যাত্রীদের নামিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে ২টি বাসে ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। ৩৪ নম্বর জাতীয় সড়কেও বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধ করা হয় ৩৪ নং জাতীয় সড়ক। শিলিগুড়ি মোড়ের কাছে লরি ভাঙচুরের ঘটনা ঘটে। জোর করে বন্ধ করার চেষ্টা করায় ৩৫ জন বিজেপি সমর্থককে হেমতাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। জেলা জুড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত শনিবার বিস্তারক কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির মিছিল বার হয়। সেই মিছিলে গুলি চলে। অভিযোগের তির তৃণমূলের দিকে। গুলিতে অরেন সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদেই এদিন উত্তর দিনাজপুরে বন্ধের ডাক দেয় বিজেপি।