২০১৯-এ দেশ থেকে বড়দা বিদায় হবে। প্রায় চ্যালেঞ্জের সুরেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হুংকার দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচিরও ডাক দিয়েছেন তিনি। সেই বক্তব্যের ঘণ্টা খানেকের মধ্যেই তার পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, এসবের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই না রাজ্যছাড়া হয়ে যায়।
মমতাকে বিঁধতে রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য থেকে ক্রস ভোটিংয়ের প্রসঙ্গ টেনে আনেন দিলীপবাবু। তাঁর দাবি, রাজ্য থেকে ক্রস ভোটিং হয়েছে। তা তৃণমূলনেত্রীর মনে রাখা উচিত। তাই ঘুরিয়ে বিজেপিকে তাড়ানোর কথা না ভেবে তৃণমূলকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে দিলীপবাবু জানিয়ে দিয়েছেন, আগামী ৯ অগাস্ট থেকে তৃণমূল যেমন বিজেপি ভারত ছাড়ো কর্মসূচি পালন করতে চলেছে, তেমনই বিজেপিও এ রাজ্যে ৯ অগাস্ট থেকে তৃণমূলের ‘তোষণ নীতি’-র বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করবে।