৩ দিনের পাহাড় সফরে গেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কালিম্পং, দার্জিলিং হয়ে সিকিম। এটাই তাঁর সফরসূচি। অন্তরালে থাকা মোর্চা নেতা বিমল গুরুং দিলীপ ঘোষের পাহাড় সফরকে স্বাগতও জানিয়েছেন। কিন্তু পাহাড়ের অন্য দলগুলি এটা বড় একটা ভাল চোখে নিচ্ছে না। এদিন কালিম্পং-এ বিজেপি রাজ্য সভাপতির সফরের বিরুদ্ধে পোস্টার পড়েছে।
জাপের পক্ষ থেকে পোস্টারে ‘গো ব্যাক’ ধ্বনিও উঠেছে। কালো পতাকা নিয়েও চলছে প্রতিবাদ। তাদের অভিযোগ প্রায় ৪ মাস ধরে পাহাড়ের মানুষ বন্ধের মধ্যে দিন কাটিয়েছেন। তখন দিলীপবাবু কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দিলীপ ঘোষের সফরের প্রতিবাদে সরব হয়েছে মোর্চার বিনয় তামাং গোষ্ঠীও। ফলে সফরের প্রথম দিনেই প্রবল বিরোধিতা পিছু ধাওয়া শুরু করল বিজেপি রাজ্য সভাপতির। যদিও তা নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নন তিনি। বরং পাল্টা বিনয় তামাংকে বিশ্বাসঘাতক বলে ব্যাখ্যা করেছেন দিলীপবাবু।