গত বুধবার কালিম্পংয়ের পর বৃহস্পতিবার দার্জিলিংয়েও প্রবল বিরোধিতার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দার্জিলিংয়ে একটি সভায় বক্তব্য রাখার সময়ে বিনয় তামাংপন্থীদের প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। তাঁকে কার্যত বক্তব্যই রাখতে দেননি বিক্ষোভকারীরা। সমস্বরে গো ব্যাক ধ্বনি ওঠে। ওড়ানো হয় কালো পতাকা। মাঝে কিছু বলার চেষ্টা করলেও তাতে বিশেষ সফল হননি দিলীপবাবু। প্রায় ১৫ মিনিট এভাবে চলার পর অবস্থা প্রায় হাতের বাইরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এরপর আর অপেক্ষা করেননি দিলীপ ঘোষ। সভা বাতিল করে বেরিয়ে যান তিনি। পাহাড়ে যাওয়ার শুরু থেকেই কড়া ভাষায় বিনয় তামাংয়ের বিরোধিতা করে আসছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন বিনয় তামাংপন্থীদের বিক্ষোভে দার্জিলিংয়ে সভাই করতে পারলেন না তিনি।
এদিকে অভিযোগ উঠেছে বিনয় তামাংপন্থীরা সভাস্থলের বাইরে বিজেপি কর্মীদের মারধরও করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিনয় তামাংপন্থী নেতারা। রাস্তার ওপরেই হেনস্থার শিকার হন দিলীপ ঘোষ। তাঁর সামনেই এদিন বিজেপিকর্মীদের মারধরের ঘটনা ঘটে। পরে দিলীপবাবু প্রহৃত কর্মীদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর আরও অভিযোগ, মারধরের ঘটনার সময় প্রশাসনের তরফে কোনও সাহায্য বিজেপিকর্মীরা পাননি।