কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমত এদিন দুপুরে কলকাতার হাজরা, মহাত্মা গান্ধী রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ মোড় ও গিরিশ পার্ক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন বেলা বাড়তেই বিভিন্ন প্রান্ত থেকে মাটাডোরে করে বিজেপি কর্মী সমর্থকেরা এসে ভিড় জমাতে থাকেন। তারপর একসঙ্গে বেলা ১টার পর এক এক করে এই ৩টি গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। চলে স্লোগান। হাজরায় মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়।
বিজেপির অভিযোগ দার্জিলিংয়ে গত বৃহস্পতিবার দিলীপ ঘোষের সঙ্গে যা হয়েছে তার পিছনে তৃণমূলের হাত রয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিজেপির একটি প্রতিনিধিদলের শুক্রবার বিকেলে রাজ্যপালের কাছেও যাওয়ার কথা।
এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চললেও পাহাড়ে এদিন সকাল থেকে খোশমেজাজেই দিন কাটিয়েছেন দিলীপবাবু। সঙ্গি অন্য নেতাদের সঙ্গে করে এদিন সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখেন তিনি।