ছেপে বেরিয়ে গিয়েছিল নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন তৃণমূলের টিকিটে ২ বারের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসু। মুকুল রায়ের দৌত্যে এটা সম্ভব হয়েছে বলে বিজেপি এটাকে একটা জয় হিসাবেই দেখছিল। তৃণমূল থেকে মঞ্জু বসুর মত নেতাকে বিজেপির টিকিটে দাঁড় করানো মুকুল রায়ের বিজেপিতে যুক্ত হওয়ার সুফল হিসাবেই ধরে নিচ্ছিলেন রাজ্য বিজেপির একাংশ। কিন্তু সব কিছুতে জল ঢেলে স্বয়ং মঞ্জু বসুই জানিয়ে দেন তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেতা। বিজেপি তাঁর অনুমতি না নিয়েই তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে বলেও অভিযোগ করেন মঞ্জু বসু। ফলে মুখ পোড়ে বিজেপির। রাতারাতি প্রার্থী বদল করে সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করে বিজেপি।
মুকুলবাবু একে অ্যাডভেঞ্চার করতে গিয়ে ব্যর্থতা হিসাবে দেখলেও তৃণমূল এই সুযোগ হাতছাড়া করেনি। এতে একটা জয়ের স্বাদ উপভোগ করে তৃণমূল নেতৃত্ব এই প্রার্থী বিভ্রাটকে দিলীপ ঘোষ বনাম মুকুল রায় লড়াই হিসাবেই ব্যাখ্যা করছেন। পার্থ চট্টোপাধ্যায় ফের কটাক্ষের সুরেই জানিয়েছেন, মুকুল রায় আগে তো তাঁর দলে চেটাই পাতুন।
নোয়াপাড়া কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিয়ে একপ্রস্ত নাটক হলেও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিয়ে কোনও জটিলতা সৃষ্টি হয়নি। সেখানে বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। ২ কেন্দ্রেই ভোটগ্রহণ হবে আগামী ২৯ জানুয়ারি। ভোটগণনা পয়লা ফেব্রুয়ারি।