Kolkata

সুদীপের গ্রেফতারিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির কার্যালয়ে হামলা চালাল তৃণমূল যুবক কংগ্রেস। এদিন বিকেলে বিজেপির সদর কার্যালয় লক্ষ করে ইট ছুঁড়তে থাকে যুব তৃণমূলের সদস্যরা। পাল্টা বিজেপি কর্মীরাও লাঠি হাতে কার্যালয় থেকে বার হয়ে আক্রমণে তেড়ে যান। শুরু হয় একে অপরকে লক্ষ করে ইটবৃষ্টি। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করলেও ক্রমশ তৃণমূল কর্মীদের সংখ্যা বাড়তে শুরু করে। অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। এদিকে বিজেপি দফতরেও হাজির হন রাজ্যের অধিকাংশ নেতা। একটি বৈঠকও হয়। ঘটনার কথা জানানো হয় বিজেপি সভাপতি অমিত শাহকে। জানানো হয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও। দিলীপবাবুর দাবি, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। এদিকে এদিনের ঘটনায় ইটের আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মীও। এদিকে সন্ধের পর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপি অফিসের সামনে ভিড় জমান। পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয় বিজেপি অফিসের রাস্তায় ঢোকার প্রবেশপথ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি দফতরের সুরক্ষা সুনিশ্চিত করা হয়। যা অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য বড় একটা সুখের হল না। কারণ কোনও দলের দলীয় কার্যালয়ে আক্রমণ কখনই গ্রহণযোগ্য হতে পারেনা বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বিজেপি দফতরের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর তৃণমূলের জমায়েত থাকার পর ক্রমশ তা সরে যায়। ফলে বিকেলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়া সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ফের শুরু হয় যান চলাচল।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button