প্রধানমন্ত্রীর সঙ্গে পিএনবি কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসির ছবি নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে ছাড়ছে না বিরোধীরা। সোচ্চার তৃণমূলও। এই অবস্থায় প্রত্যাঘাতের রাস্তায় যে বিজেপি হাঁটবে তা পরিস্কার। হলও তাই। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ট্যুইটারে কয়েকটি ছবি প্রকাশ করে হৈচৈ ফেলে দিয়েছেন। প্রশ্ন তুলেছেন এবার কী বলবেন দিদি?
কিন্তু কী আছে সেসব ছবিতে, যাতে পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া যায়? ছবিগুলিতে দেখা গেছে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে মেহুল চোকসিকে। মুম্বইয়ে গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত বেঙ্গল বিজনেস সামিটে অমিত মিত্রর সঙ্গে মেহুল চোকসিকে হাসিমুখে পাশাপাশি দেখা গেছে ছবিতে। আর তা নিয়ে পাল্টা হুল ফুটিয়েছেন দিলীপবাবু। তাঁর প্রশ্ন এবার কী বলবেন দিদি, অমিতবাবু ও অন্যান্য তৃণমূল নেতারা?
যদিও এসবে বিচলিত নয় তৃণমূল। তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়েছে এসব ছবি তো সরকারি ওয়েবসাইটেই ছিল। অমিতবাবুর সঙ্গে মেহুল চোকসির কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই। বরং বিজেপিই এসব ছবি সামনে এনে মূল কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা।