Kolkata

নজর এড়িয়ে লালবাজারের দরজায় হাজির বিজেপি কর্মীরা

লালবাজার। কলকাতা পুলিশের সদর কার্যালয়। লালবাজারের ভিতরেই শুধু নয়, ভবনের সামনেও কড়া সুরক্ষা বলয় থাকে অষ্টপ্রহর। তারমধ্যে এদিন আবার বিজেপির আইন অমান্য কর্মসূচি ছিল। ফলে সুরক্ষা বন্দোবস্ত ছিল আরও আঁটসাঁট। কিন্তু কথায় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। এত পুলিশি বন্দোবস্ত থাকা সত্ত্বেও ফাঁক গলে এদিন দুপুরে একেবারে লালবাজারে ঢোকার গেটের সামনে হাজির হন একদল বিজেপি কর্মী। মহিলা ও পুরুষ, সকলরেই হাতে ছিল বিজেপির পতাকা। তাঁরা স্লোগান দিতে দিতে একেবারে লালবাজারের দরজার মুখে পৌঁছে যান। তারপরই টনক নড়ে পুলিশের।

বিক্ষোভরত বিজেপি কর্মীদের পাকড়াও করার চেষ্টা করেন তাঁরা। এই অবস্থায় লালবাজারের গেটের সামনেই প্রায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। দ্রুত পুলিশ পদক্ষেপ করে। বিজেপি কর্মীদের গ্রেফতার করে ভ্যানে তোলা হয়। অনেককে টেনে হিঁচড়ে আনা হয়। অনেককে চ্যাংদোলা করে তোলা হয় ভ্যানে। তখনও তাঁরা স্লোগান দিয়ে চলেছেন। কারণ তাঁদের উদ্দেশ্য সফল। লালবাজারের গেটে পৌঁছতে পেরেছেন তাঁরা। কিন্তু কী করে এতজন এভাবে লালবাজার পর্যন্ত পৌঁছতে পারলেন? পুলিশি নিরাপত্তায় এত বড় ফাঁক? প্রশ্ন কিন্তু উঠছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button