রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করবেন বলে জানিয়েছিল বিজেপি। পাল্টা বিনা অনুমতিতে অস্ত্র হাতে মিছিল করলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু দুপক্ষই যেন একটু মানিয়ে গুছিয়ে নিল। বজরং দল অস্ত্র হাতে মিছিল করল। কিন্তু সিউড়িতে অস্ত্র হাতে মিছিল হলনা। আবার বিজেপির রাজ্য সভাপতি এদিন তলোয়ার হাতে বিভিন্ন আখড়ায় হাজির হলেন। তবে কোথাও জোর করে তা আটকানোর চেষ্টা করতে দেখা যায়নি রাজ্যকে।
পুরুলিয়ায় এদিন বজরং দলের তরফে রামনবমী উপলক্ষে অস্ত্র হাতে মিছিল হয়। সেখানে কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। চুঁচুড়ায় এদিন অস্ত্র পুজোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ।
হাওড়ার শিবপুরে এদিন অস্ত্র হাতেই মিছিল হয়। সাঁইথিয়ায় অস্ত্র হাতে মিছিল করতে গেলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে তেমন কিছু নয়।
বীরভূমের সিউড়িতে অস্ত্র হাতে মিছিল একসময়ে খবরের শিরোনামে উঠে এসেছিল। এদিন কিন্তু সেই সিউড়িতেই রামনবমীর মিছিল বার হল অস্ত্র ছাড়াই।
এদিকে কলকাতাতেও রামনবমীর মিছিল বার হয়। মানিকতলায় মিছিলে ছিল ডিজে, নাচ, হুল্লোড়। একইভাবে মিছিল হয় রাজাবাজারেও। অন্যদিকে কাটোয়ায় তৃণমূলের তরফে রামনবমী উপলক্ষে মিছিল বার করা হয়। রামের ছবি নিয়ে মিছিল হয় সেখানে।
এদিন নিজের কেন্দ্র খড়গপুরে অস্ত্র হাতে মিছিলেই অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তলোয়ার হাতে তিনি বেশ কয়েকটি আখড়ায় উপস্থিত হন। অন্যদিকে রামপুরহাটে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। তাঁর হাতে ছিল ত্রিশূল। — ছবি – সৌজন্যে – ফেসবুক