রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করতে ও রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীদের বিনা বাধায় মনোনয়নপত্র পেশ নিশ্চিত করার দাবি নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্না দেয় বিজেপি। বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে এদিন এই ধর্না অনুষ্ঠিত হয়। ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক। কমিশনের সামনের রাস্তায় বসে পড়ে ধর্না দেন তাঁরা। পরে বিজেপির একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে।
মুকুলবাবুর দাবি, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তাই রাজ্যে নির্বাচন সুষ্ঠু করার দাবি নিয়ে তাঁরা রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও দাবি তুলেছে বিজেপি। বিজেপির এদিনের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস রাজ্য নির্বাচন কমিশনার দিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়।