শনিবার মেয়ো রোডে বিজেপির যুব স্বাভিমান সমাবেশে অমিত শাহের সঙ্গে এসেছিলেন বিজেপি সাংসদ তথা ভারতীয় যুব মোর্চার প্রেসিডেন্ট পুনম মহাজন। প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা পুনম এদিন সংক্ষিপ্ত ভাষণে তৃণমূলকে একের পর এক কটাক্ষে ভরিয়ে দিয়েছেন। টিএমসিকে ‘টেরর মেকিং মেশিন’ বলে অভিহিত করেন তিনি। মা, মাটি, মানুষ নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, এ রাজ্যে মমতা মুখ্যমন্ত্রী হলেও মমতা নেই। মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। মাটি ভরাট ও দখলদারি বাড়ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পরিবর্তন হয়েছে ঠিকই তবে মানুষের পরিবর্তন হয়নি। তাঁরা যেখানে ছিলেন সেখানেই আছেন। বরং অবস্থা আরও খারাপ হয়েছে। পরিবর্তন যদি হয়েই থাকে তবে তা হয়েছে পতাকার পরিবর্তন। মানুষের নয় বলে এদিন দাবি করেন পুনম মহাজন।
এদিন তাঁর বক্তব্যে রোজভ্যালি, সারদা, নারদ প্রসঙ্গও উঠে এসেছে। উঠে এসেছে অর্থের বিনিময়ে কলেজে ভর্তির অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কও। এদিন পুনম মহাজন বলেন স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ। আর এখন দেশের প্রধানমন্ত্রী আর এক নরেন্দ্র। এ রাজ্যে সেই নরেন্দ্রর নেতৃত্বে সরকার গড়ার ডাক দেন তিনি।
মেয়ো রোডের সমাবেশে অমিত শাহ, পুনম মহাজন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিনহা, মুকুল রায় সহ অনেকে।
(ছবি – সৌজন্যে – ফেসবুক)