রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু সহ অন্য ৪ বিজেপি নেতা গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালেন। গত ২১ জুন বিজেপির পক্ষ থেকে বীরভূমের জেলাশাসকের দফতরে যে ঘেরাও কর্মসূচি ছিল, অভিযোগ সেখানে সায়ন্তনবাবু হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন যদি মশারি টাঙানো থাকে, তাহলে সেই মশারিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। সেই দিন যদি সেই মশারি রক্ষা করার চেষ্টা করেন জেলাশাসক, তাহলে সেই আগুনে তাঁকেও পুড়তে হবে, এমন কথাও সায়ন্তনবাবু বলেন বলে অভিযোগ।
এমনতর মন্তব্য করার অভিযোগে সিউড়ি থানার পুলিশ সায়ন্তন বসুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা রুজু করে। খোদ জেলাশাসককে হুমকি দেওয়ার ঘটনায় সায়ন্তন বসু সহ বিজেপির ৪ নেতা এদিন নিজেরাই গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। তারপর জামিনের আবেদন জানান তাঁরা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ তবে সায়ন্তন বসু সহ জেলার ৪ বিজেপি নেতার জামিন হলেও এই মামলায় অন্য ৩ অভিযুক্ত শমীক ভট্টাচার্য, সমীরণ সাহা, জয়ন্তী দেবী জামিন নেননি।