নারদ কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে মিছিল বার করে তারা। মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সহ বিজেপির রাজ্যস্তরের বহু নেতানেত্রী। মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী-সমর্থক। মিছিল বিধান সরণি হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে পৌছয় ধর্মতলায়। ডোরিনা ক্রসিং তাদের পথ আটকায় পুলিশ। পুলিশ পথ আটকালে বিজেপির একটি প্রতিনিধিদল রাজভবনে রাজ্যপালের কাছে তাঁদের দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিতে যান। এদিকে ডোরিনা ক্রসিং কিছু বিজেপি সমর্থককে আটকানোর পর এস এন ব্যানার্জী রোডের মুখও আটকায় পুলিশ। সেখানেই বিজেপি কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৩টের পর আস্তে আস্তে ভিড় কমতে শুরু করে। এদিকে মিছিলের জেরে এদিন দুপুর থেকেই এস এন ব্যানার্জী রোডের ওপর সব দোকান বন্ধ করে দেওয়া হয়। স্তব্ধ হয়ে যায় গোটা ধর্মতলা চত্বরের যানচলাচল। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় উত্তর ও দক্ষিণ কলকাতামুখী রাস্তায়। পরে গাড়ি ছাড়া হলেও যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।