রথ যাত্রার ছাড়পত্র আদালত থেকে যতদিন না তাঁরা পাচ্ছেন, ততদিন তাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন অমান্য কর্মসূচি পালন করবেন। একথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিজেপির আইন অমান্যের পুরোভাগে ছিলেন তিনি। এদিন বিজেপি কর্মীদের আইন অমান্যে পুলিশ পথ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এরপর পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। ফলে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক বিজেপি কর্মীকে এদিন গ্রেফতার করে পুলিশ। দুপুরে দীর্ঘক্ষণ ধরে অশান্তি চলে।
দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের জানান, বিজেপি শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন করতে চেয়েছিল। কিন্তু ভিড়ের মধ্যে কেউ বা কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। তিনিও কয়েকজনকে ইট ছুঁড়তে দেখেছেন। তবে তারা কারা তা তাঁর জানা নেই। তাঁর দাবি, বিজেপি শান্তিপূর্ণ আন্দোলনই করতে চেলেছিল। কিন্তু ইট ছোঁড়ার মত কাণ্ড ঘটিয়েছে বহিরাগতরাই। এদিন বিকেলের দিকে অবস্থা নিয়ন্ত্রণে আসে। এলাকায় প্রচুর পুলিশ হাজির হয়।