
তৃণমূল থেকে শুরু করে বিরোধীরা ব্রিগেডের সভাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করছে। যেখানে সব বিরোধী নেতারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা নিয়ে এককাট্টা বক্তব্য পেশ করেছেন। অন্যদিকে এই ব্রিগেডকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একে সার্কাস বলে ব্যাখ্যা করলেন। তাঁর দাবি মঞ্চে উপস্থিত নেতারা হয় নিজেদের মধ্যে লড়াই করবেন অথবা প্রধানমন্ত্রী হওয়ার জন্য টস করবেন। দিলীপবাবু বলেন, মোদীর বিকল্প এখনও কেউ নেই। বিরোধীরা হয় নিজেদের মধ্যে যুদ্ধ করবে। অথবা হারবে।
দিলীপবাবু শনিবার দাবি করেন যে ব্রিগেড সমাবেশে হাজির থাকার জন্য সকলকে প্রবল চাপ দিয়েছে তৃণমূল। এমনকি রিক্সা চালকদের পর্যন্ত যেতে বাধ্য করা হয়েছে। এদিন আরও একধাপ এগিয়ে দিলীপবাবু আরও দাবি করেন যে এদিন ব্রিগেড ভরেনি। যেসব খালি জায়গা রয়েছে সেখানে পুলিশ কর্মীদের দাঁড় করিয়ে জায়গা ভরানোর চেষ্টা হয়েছে।