কাঁথিতে গত মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের সভার পর তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বাইকে আগুন, গাড়ি-বাস ভাঙচুর, ইট পাথর বৃষ্টি, লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যাওয়া, বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিজেপি কলকাতায় একটি মিছিল বার করে।
মূল মিছিলে যোগ দিতে বিজেপির একটি মিছিল যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে তখন তাদের চোখে পড়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গাড়িতে সেখান দিয়ে পাস করছেন। দ্রুত বিজেপি কর্মী সমর্থকেরা সেই গাড়ি গিরে ফেলেন। থমকে যায় শিক্ষামন্ত্রীর গাড়ি। শুরু হয় বিক্ষোভ।
কালো কাপড় উড়িয়ে শুরু হয় প্রতিবাদ। বিজেপির দলীয় পতাকা নিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী-সমর্থকেরা। এই অবস্থায় মন্ত্রীর গাড়িকে ঘেরাও মুক্ত করতে ছুটে আসেন মিছিল সামলানোর দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। চারদিকে যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে জোর করে বিজেপি কর্মীদের সরিয়ে রাস্তা বার করে দেয়। সেই রাস্তা পেয়ে অবশেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘেরাও মুক্ত হয়ে গন্তব্যের দিকে রওনা দেন।