Kolkata

আল কায়দার দরকার নেই, দেশের ক্ষতি করতে মমতার তৃণমূলই যথেষ্ট, আক্রমণ দিলীপের

খোলাখুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হাঁটলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার আল কায়দার মত সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন তিনি। তুলনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও। দিলীপ ঘোষ এদিন সরাসরি বলেন, ভারতের ক্ষতি করতে আল কায়দা, সিমি বা জামাতের মত সন্ত্রাসবাদী সংগঠনের দরকার নেই। একা তৃণমূল ও তার প্রধানই যথেষ্ট।

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুরেই কথা বলছেন মুখ্যমন্ত্রী। ইমরান পাকিস্তানে যা বলছেন এখানে বসে মুখ্যমন্ত্রীও তাই বলছেন। যখন ভারতীয় বায়ুসেনার পাকিস্তানে ঢুকে হামলা নিয়ে সারা দেশ কথা বলছে, তখন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন কেন পাকিস্তানকে আক্রমণ করা হল? তিনি পাকিস্তানে বায়ুসেনার হামলার প্রমাণ চাইছেন।


দিলীপ ঘোষের দাবি, বাংলা সহ দেশের মানুষ তৃণমূল ও অন্য বিরোধী দলগুলিকে এর জবাব দেবেন। ২০১৯ নির্বাচনে এর জবাব পাবে বিরোধী দলগুলি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button