
ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল…, অমিত চক্রবর্তীর কথায় এই গানটি রেকর্ড করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রাজনীতির ময়দানে পরে, আগে তিনি গায়ক হিসাবে দেশ জুড়ে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন। সেই বাবুল সুপ্রিয় এবার তাঁর দলের জন্য নির্বাচনী প্রচারের গান গাইলেন। সেই গানের রেকর্ডিংয়ের কিছু অংশ ট্যুইটারে প্রকাশেও করলেন।
‘কহো না…পেয়ার হ্যায়’ খ্যাত বাবুল সুপ্রিয় বলিউডে একসময়ে চুটিয়ে গান গেয়েছেন। তাঁর বাংলা গানও মুগ্ধ করেছে শ্রোতাদের। তিনিই ২০১৪ সালে আসানসোল থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করেন। কেন্দ্রীয় মন্ত্রীও হন। এই কয়েক বছরে তুখোড় রাজনীতিবিদও হয়েছেন। তাঁর মত কণ্ঠ হাতে থাকাতে তাকে যে বিজেপি প্রচারের জন্য ব্যবহার করবে সেটাই ছিল স্বাভাবিক।
ট্যুইট করে তাঁর গান রেকর্ডিংয়ের অংশ প্রকাশ করার পর বাবুল জানিয়েছেন, এই গানটি গাইতে পেরে তিনি অত্যন্ত খুশি। তাঁর ধারণা গানটি সকলের ভালও লাগবে। এভাবেই দলের হয়ে সুরের মধ্যে দিয়ে প্রচার বার্তা পৌঁছে দিতে চান বিজেপির এই প্রার্থী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)