রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে। কোচবিহারে ভোটের নামে প্রহসন হয়েছে। তাই কোচবিহারের অনেকগুলি আসনে পুনর্নির্বাচন করাতে হবে। এইসব দাবি নিয়ে শুক্রবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। অনেকেই দফতরের সামনে বসে পড়েন। স্লোগান দিতে থাকেন। পরে বিজেপির একটি প্রতিনিধিদল মুকুল রায়ের নেতৃত্বে সিইও-র সঙ্গে দেখা করতে যায়।
মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরে মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার, শিশির বাজোরিয়া সহ বিজেপি নেতারা হাজির হয়ে কার্পেটের ওপর বসে পড়েন। মুখ্য নির্বাচনী আধিকারিক তখন চেয়ারে বসে আছেন। মুকুল রায় নিচে বসেই দাবি করেন রাজ্যে কোথাও আর রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। এটা নিশ্চিত করতে হবে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন বলে আশ্বস্ত করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
এরপর কোচবিহারের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানাতে থাকেন বিজেপির জয়প্রকাশ মজুমদার সহ অন্য নেতারা। তাঁদের দাবি দাওয়া ২৪ ঘণ্টার মধ্যে না মিটলে ফের আন্দোলনেরও হুমকি দেন বিজেপি নেতারা। ভবনের বাইরে তখন বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।