সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে বিজেপি কর্মীদের মৃত্যুর প্রতিবাদে সোমবার বসিরহাট বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। ১২ ঘণ্টার এই বন্ধে সোমবার সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়ে এলাকায়। অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল। বেসরকারি যান চলাচলও প্রায় হয়নি বললেই চলে। রাস্তাঘাট ছিল সুনসান। কিছু সরকারি বাস অবশ্য চলেছে। বাসন্তী হাইওয়ের ওপর নিমচায় বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন।
বন্ধের জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ভ্যাবলা স্টেশনে বিজেপি কর্মী সমর্থকেরা রেল অবরোধ করেন। ফলে স্তব্ধ হয়ে যায় এই শাখায় ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ অবরোধ চলে। নাকাল হন সাধারণ যাত্রীরা। অনেকে গন্তব্যে পৌঁছতে ট্রেনের আশা ছেড়ে সড়ক পথে পৌঁছনোর চেষ্টা করেন।
বসিরহাটে বন্ধ পালনের পাশাপাশি এদিন রাজ্য জুড়েই কালা দিবস পালন করে বিজেপি। অনেক জায়গায় বিজেপি মিছিল করেছে। পথ অবরোধের ঘটনাও ঘটেছে। খোদ কলকাতা শহরেই পথ অবরোধ করেন বিজেপি সমর্থকেরা। কলাকার স্ট্রিটে এদিন পথ অবরোধ করে বিজেপি। ফলে বড়বাজার এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন জেলাতেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।