বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় হোন বা সায়ন্তন বসু। দুজনেই এদিন রাজ্যের ২ জায়গা থেকে রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালুর খোলা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। উত্তরপ্রদেশের মত এ রাজ্যেও বিজেপি যদি ক্ষমতায় আসে তবে তারা দুষ্কৃতিদের রেয়াত করবে না। তাদের এখানে অপরাধমূলক কাজ করে বাংলাদেশ বা অন্যত্র পালানোর সুযোগ দেবে না। হয় তাদের গ্রেফতার করা হবে অথবা এনকাউন্টার করে মেরে ফেলা হবে। একদম যা করা হয়েছে উত্তরপ্রদেশে। সোমবার বসিরহাটে একথা বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানান, রাজ্যে উত্তরপ্রদেশ মডেল তাঁরা নিয়ে আসবেন।
একইভাবে সুর চড়িয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেন, রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালু করবে বিজেপি। পুলিশকে তিনি বলেন, হয় দুষ্কৃতিদের তারা গ্রেফতার করুক অথবা তাদের এনকাউন্টার করে মেরে ফেলুক। এছাড়া অন্য কোনও রাস্তা নয় বলেও এদিন জানিয়ে দেন রাজুবাবু। রীতিমত চড়া সুরেই সায়ন্তন বসু বা রাজু বন্দ্যোপাধ্যায়রা জানিয়ে দিয়েছেন রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি এখানে উত্তরপ্রদেশ মডেল চালু করবে।
এ রাজ্যে উত্তরপ্রদেশ মডেল চালুর কথা বিজেপি নেতারা বললেও তাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। হত্যার পথ বিজেপির সংস্কৃতি বলে তোপ দেগেছেন তাঁরা। এভাবে মানুষ খুনের কথা বিজেপি বলে থাকে। ফলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন একটি শব্দ ছড়িয়ে পড়তে চলেছে উত্তরপ্রদেশ মডেল। যা নিয়ে তরজা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।